বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়
ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ জিতেছে ২২২টি আসন।
রোববার গভীর রাতে নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলাফলে আরও দেখা যায়, আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনি জোটে থাকা জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে ১১টি, ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীকে ১টি এবং কল্যাণ পার্টি হাতঘড়ি প্রতীকে ১টি আসন জিতেছে। নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার মধ্য দিয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন।
এ নিয়ে তিনি পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। দেশের ইতিহাসে এটি বঙ্গবন্ধুকন্যার অনন্য রেকর্ড।
রোববারের নির্বাচনে আওয়ামী লীগ ও জোটের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসন। অধিকাংশ জয়ী স্বতন্ত্র প্রার্থীও মূলত আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থক।
আওয়ামী লীগ ও অন্যান্য দলের মনোনীত প্রার্থীসহ বেশ কিছু হেভিওয়েট প্রার্থী নিজেদের আসনে বিজয় নিশ্চিত করতে এবার ব্যর্থ হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির শেরীফা কাদের, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
বেসরকারি ফলাফল প্রকাশের পরপরই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের নেতাকর্মী ও সমর্থকদের কোনো বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন।
তিনি নির্বাচনের ফল ঘোষণার পর কোনো প্রার্থী ও তার সমর্থকদের সঙ্গে বিবাদে না জড়াতেও বলেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে