Views Bangladesh Logo

রাফায় ত্রাণ বিতরণ স্থগিত করেছে জাতিসংঘ

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফার পূর্বাংশে হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযান আরও তীব্র হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে, চলমান পরিস্থিতিতে তারা তাদের ত্রাণ বিতরণ কেন্দ্র এবং বিশ্ব খাদ্য প্রকল্পের-ডব্লিউএফপি গুদামে যেতে পারছে না।

আল জাজিরা জানায়, এমনকি তাদের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গত ১০ দিনে কোনো ওষুধ সরবরাহ করা হয়নি বলে দাবি করেছে ইউএনআরডব্লিউএ ।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ছোট্ট এই ভূখণ্ডটির অন্যান্য প্রান্ত থেকে বহু মানুষ প্রাণ বাঁচাতে মিশর সীমান্তবর্তী নগরী রাফায় আশ্রয় নিয়েছিল। গত ৬ মে থেকে ইসরায়েলি বাহিনী রাফায় অভিযান শুরু করলে সেখানে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি ফিলিস্তিনির মধ্যে আট লাখের বেশি ফিলিস্তিনি শহর ছেড়ে পালিয়ে গেছে।

এমন একটি সময়ে ইউএনআরডব্লিউএ থেকে ত্রাণ স্বল্পতার কথা জানানো হয়েছে যখন যুক্তরাষ্ট্র বলেছে, গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য ভূমধ্যসাগরে তাদের তৈরি নতুন ভাসমান ঘাট দিয়ে যে ৫৬৯ টন খাবার ও অন্যান্য ত্রাণ প্রবেশে করেছে সেগুলো নানা দাতব্য সংস্থা দ্বারা গাজার ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা হয়ে গেছে বলে তারা বিশ্বাস করে না।

গত শনিবার ভাসমান ওই ঘাট দিয়ে আসা ত্রাণ লরিতে করে গাজার মধ্যাঞ্চলের শহর দেইর আল-বালাতে ডব্লিউএফপি-র একটি গুদামে নিয়ে যাওয়ার সময় খাবারের জন্য মরিয়া ফিলিস্তিনিরা লরিগুলোর চলার পথে বাধা সৃষ্টি করে সেগুলো লুট করার চেষ্টা করে।

ওই ঘটনার পর ডব্লিউএফপি তাদের ত্রাণ বিতরণ স্থগিত করে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ভিড় এড়াতে জাতিসংঘ নতুন পথে ত্রাণ নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগ পর্যন্ত ত্রাণ বিতরণ স্থগিত থাকবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ