Views Bangladesh Logo

এলপি গ্যাস সিলিন্ডার কেনাবেচায় ঝুঁকি, ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ঝুঁকিপূর্ণভাবে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ও সংরক্ষণ করায় বগুড়ায় এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৩ টার দিকে সদরের তিনমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অর্থদণ্ড দেওয়া প্রতিষ্ঠানের নাম বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল রফিক।

এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী জানান, বাজার পরিদর্শনের সময় দেখা যায় প্রতিষ্ঠানটির বিস্ফোরকসহ প্রয়োজনীয় অনুমোদনপত্র নেই। সেখানে যত্রতত্র স্থানে সিলিন্ডার সংরক্ষণ করা ছিল। একই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও ছিল না।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল ওই প্রতিষ্ঠান। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ