Views Bangladesh

Views Bangladesh Logo

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে নিরাপত্তা পরিষদের সম্মতি

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১১ জুন ২০২৪

সোমবার (১০ জুন) গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার সমর্থনে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

১৪ ভোটের পক্ষে পাস হওয়া এবং রাশিয়া ভোটদানে বিরত থাকায় ৩১ মে প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে এবং বিলম্ব না করে এবং শর্ত ছাড়াই এর শর্তাবলী পুরোপুরি বাস্তবায়নের জন্য পক্ষগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, ইসরাইল যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে এবং হামাসকেও তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছে।

হামাস জানিয়েছে, তারা এই ভোটকে 'স্বাগত' জানায়।

এর আগে, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের পূর্ববর্তী বেশ কয়েকটি খসড়া প্রস্তাব আটকে দেওয়ায় ইসরায়েলের কট্টর মিত্র যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, গাজার জনসংখ্যা কেন্দ্র থেকে ইসরায়েল সরে যাবে এবং হামাস জিম্মিদের মুক্তি দেবে। যুদ্ধবিরতি প্রাথমিকভাবে ছয় সপ্তাহ স্থায়ী হবে, আলোচকরা সহিংসতার স্থায়ী অবসান চাইছেন বলে এটি বাড়ানো হবে।

জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত অমর বেনজামা বলেন, “প্রস্তাবটি নিখুঁত নয়। তবে এটি ফিলিস্তিনিদের জন্য আশার আলো দেখাচ্ছে, কারণ এর বিকল্প হচ্ছে অব্যাহত হত্যা ও দুর্ভোগ।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ