উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে ভোটের হার ৩৮ শতাংশ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে গড়ে ভোট পড়েছে ৩৭.৫৭ শতাংশ, যা প্রথম ধাপের চেয়ে কিছু বেশি।
গত মঙ্গলবার (২১ মে) দেশের ১৫৬ উপজেলায় ব্যালট পেপার ও ইভিএম পদ্ধতিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয় ধাপের ভোট হয়। বুধবার একীভূত ফলাফল বিশ্লেষণে ভোটের হারের তথ্য জানান নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
এর আগে ৮ মে প্রথম ধাপে ভোট হয়েছিল ১৩৯ উপজেলায়। সেবার ভোটের হার ছিল ৩৬.১ শতাংশ, যা গত দেড় দশকের মধ্যে সবচেয়ে কম।
দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে সাতটি উপজেলায় একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এরমধ্যে দুই উপজেলায় তিনটি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, তিনটি উপজেলায় চেয়ারম্যান পদের একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় ওই তিনটির ফলাফল ইসি থেকে সমন্বয় করা হয়নি।
দ্বিতীয় ধাপে ১৫৩টি উপজেলার চেয়ারম্যান পদের ফলাফল সমন্বয় করা হয়েছে। তাতে দেখা গেছে, ব্যালটে অনুষ্ঠিত ১২৯টি উপজেলায় গড়ে ভোট পড়েছে ৩৮.৪৭ শতাংশ। আর ইভিএমের ২৩ উপজেলায় গড়ে ভোট পড়েছে ৩২.১৭ শতাংশ।
শরিফুল আলম আরও জানান, ১৫৩টি উপজেলায় ৩ কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৬২০ ভোটারের মধ্যে এক কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৯৪৭ জন তাদের ভোটাধিকর প্রয়োগ করেছেন।
দ্বিতীয় ধাপের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায়। এ উপজেলায় ভোট পড়েছে ৭৪.৯৫ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়া রাজশাহীর বাগমারা উপজেলায় ভোটের হার ১৭.৯৮ শতাংশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে