ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিলেন মার্কিন সেনা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মার্কিন বিমানবাহিনীর একজন সক্রিয় সদস্য। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তিনি এ কাজ করেছেন বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র এএফপিকে বলেছেন, ওই ব্যক্তি মার্কিন বিমানবাহিনীর সক্রিয় সদস্য। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
এএফপির খবর অনুসারে, ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে দাঁড়িয়ে লাইভ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি আর গণহত্যার মতো অপরাধ করতে চান না। এরপরই তিনি নিজের শরীরে তরলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরান। মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’।
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি শরীরে আগুন দেওয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি। তারা কেউ ওই ব্যক্তিকে চেনেন না বলে জানান তিনি।
এ বিষয়টি তদন্তে গোয়েন্দা ও অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরোরে একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট (এমপিডি)।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে