Views Bangladesh

Views Bangladesh Logo

ফ্লোরিডায় পুলিশের গুলিতে মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১০ মে ২০২৪

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এবার পুলিশের এক কর্মকর্তার গুলিতে প্রাণ গেল দেশটির বিমান বাহিনীর এক কৃষ্ণাঙ্গ কর্মকর্তার। এ ঘটনায় প্রকাশিত এক ভিডিও ফুটেজ দেখা যায়, মার্কিন বিমান বাহিনীর ওই কর্মকর্তার নিজ বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করেন ওকালুসা কাউন্টি শেরিফ অফিসের একজন ডেপুটি। তবে অভিযোগটি অস্বীকার করেন পুলিশের ওই কর্মকর্তা।

কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার পর বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা রজার ফোর্টসন(২৩)-কে হাসপাতালে নেয়ার পরই তার মৃত্যু হয়।

বিবিসি জানিয়েছে, গত ৩ মে ঘটনাটি ঘটে। হার্লবার্ট ফিল্ডের স্পেশাল অপারেশন উইং থেকে ৮ কিলোমিটার দূরে ছিল বিমান বাহিনীর ওই কর্মকর্তার বাড়ি।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের পরিবারের এক আইনজীবী অভিযোগ করেন, পুলিশ ভুল করে তার বাড়িতে প্রবেশ করে।

তবে পুলিশ এই দাবির বিরোধিতা করে জানায়, বাড়িতে প্রবেশের পর ফোর্টসনকে বন্দুক হাতে সশস্ত্র অবস্থায় দেখতে পেয়ে আত্মরক্ষায় গুলি চালায় আইনপ্রয়োগকারী সংস্থাটির ওই ডেপুটি।

ওকালোসা কাউন্টি শেরিফ অফিসের প্রধান এরিক অ্যাডেন বলেছেন, ফ্লোরিডা ডিপার্টমেন্ট অফ ল এনফোর্সমেন্ট এবং স্টেট অ্যাটর্নি অফিস গুলি চালানোর বিষয়টি তদন্ত করছে।

এদিকে এ ঘটনার পর এক বিবৃতিতে নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী বেন ক্রাম্প বলেন, মার্কিন পুলিশ যখন ফর্টসনকে হত্যা করে তখন তিনি এক নারীর সঙ্গে ভিডিওকলে কথা বলছিলেন।

তিনি আরও বলেন, `আমরা রজারের মৃত্যুর তদন্তে স্বচ্ছতা এবং নিহতের পরিবারের কাছে অবিলম্বে বডি ক্যামেরার ভিডিও প্রকাশের আহ্বান জানাচ্ছি।'

ক্রাম্প বলেন, ‘এই ট্র্যাজেডি ঘটার সময় কী ঘটেছিল তা তার পরিবার এবং জনসাধারণের জানার অধিকার রয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ