Views Bangladesh

Views Bangladesh Logo

যুদ্ধবিরতিতে সমর্থন দিতে নিরাপত্তা পরিষদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১০ জুন ২০২৪

সরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটির আয়োজন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এক ঘোষণায় দেশটি এই অনুরোধ জানায়।

একাধিক কূটনৈতিক সূত্র বলছে, সোমবার (১০ জুন) এই ভোটাভুটির পরিকল্পনা করা হয়েছে। তবে নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি দক্ষিণ কোরিয়া বিষয়টি এখনও নিশ্চিত করেনি।

মার্কিন প্রতিনিধিদলের মুখপাত্র নেট ইভান্স বলেছেন, ভোটাভুটির আয়োজন করতে এবং প্রস্তাবের পক্ষে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে। তবে তিনি নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করেননি।

ইভান্স আরো বলেন, পরিষদের সদস্যদের এই প্রস্তাব পাসের সুযোগ নষ্ট করা ঠিক হবে না এবং এই চুক্তির সমর্থনে অবশ্যই একইসুরে কথা বলতে হবে।

যদিও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এর আগে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির একাধিক পরিকল্পনা পাস করার ক্ষেত্রে বাধা দিয়েছিল। তবে গত ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘ থেকে পৃথক একটি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। এতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির কথা বলা হয়েছে।

কিন্তু হামাসের পক্ষ থেকে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ