Views Bangladesh

Views Bangladesh Logo

ড. ইউনূসের মামলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ৫ জুন ২০২৪

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার (৪ জুন) নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ তথ্য জানান।

তিনি বলেন, “আপিল প্রক্রিয়া চলমান থাকায় ড. ইউনূসের জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহ দিয়ে যাব।”

মিলার উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব মামলা ড. ইউনূসকে 'হয়রানি ও ভয় দেখাতে' বাংলাদেশের শ্রম আইনের 'অপব্যবহার' হতে পারে।

তিনি বলেন, "আমরা আরও উদ্বিগ্ন যে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার আইনের শাসন সম্পর্কে প্রশ্ন উত্থাপন করতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ