Views Bangladesh Logo

ড. ইউনূসের মামলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

 VB  Desk

ভিবি ডেস্ক

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার (৪ জুন) নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ তথ্য জানান।

তিনি বলেন, “আপিল প্রক্রিয়া চলমান থাকায় ড. ইউনূসের জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহ দিয়ে যাব।”

মিলার উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব মামলা ড. ইউনূসকে 'হয়রানি ও ভয় দেখাতে' বাংলাদেশের শ্রম আইনের 'অপব্যবহার' হতে পারে।

তিনি বলেন, "আমরা আরও উদ্বিগ্ন যে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার আইনের শাসন সম্পর্কে প্রশ্ন উত্থাপন করতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ