Views Bangladesh

Views Bangladesh Logo

মার্কিন নির্বাচন: ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ৬ নভেম্বর ২০২৪

হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেছেন বলে ফক্স নিউজে প্রচারণা চালানোর পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার বন্যা বইতে শুরু করেছে। তাকে সম্ভাব্য বিজয়ে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা।


ভ্লাদিমির জেলেনস্কি, প্রেসিডেন্ট, ইউক্রেন
অভিনন্দন বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ‘বৈশ্বিক বিষয়ে ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের অঙ্গীকারের আমি প্রশংসা করি। এক্স- এ দেয়া পোস্টে জেলেনস্কি বলেন, ‘এটি ঠিক সেই নীতি, যা কার্যত ইউক্রেনে ন্যায়সঙ্গত শান্তি আনতে পারে’।

কেয়ার স্টারমার, প্রধানমন্ত্রী, যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার টুইটে লেখেন, ‘নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন। সামনের বছরগুলোতে আমি আপনাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। নিকটতম মিত্র হিসেবে আমরা স্বাধীনতা, গণতন্ত্র ও উদ্যোগের অভিন্ন মূল্যবোধ রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি’।

মার্ক রুট, সেক্রেটারি জেনারেল, ন্যাটো

ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছি। তার নেতৃত্ব আবার আমাদের জোটকে শক্তিশালী রাখার চাবিকাঠি হবে। ন্যাটোর মাধ্যমে শক্তির মাধ্যমে শান্তি এগিয়ে নিতে আমি আবারও তার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি’।

বেঞ্জামিন নেতানিয়াহু, প্রধানমন্ত্রী, ইসরায়েল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক্স-এ লেখেন, ‘ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউজে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে মহান মৈত্রীর প্রতি একটি শক্তিশালী পুনর্ব্যক্ত এনে দেবে। এ এক বিশাল বিজয়! সত্যিকারের বন্ধুত্বে’।

ইমানুয়েল ম্যাক্রোঁ, প্রেসিডেন্ট, ফ্রান্স
অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক্স-এ লেখেন, ‘একসঙ্গে কাজ করতে প্রস্তুত, যেমনটা আমরা জানতাম, চার বছর ধরে কীভাবে করতে হয়। তোমার বিশ্বাসের সাথে এবং আমার বিশ্বাসের সাথে। সম্মান ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে। আরও শান্তি ও সমৃদ্ধির জন্য’।

ইতামার বেন-গভির, জাতীয় নিরাপত্তামন্ত্রী, ইসরায়েল
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, ‘হ্যাঁ, ঈশ্বর ট্রাম্পের মঙ্গল করুন’।

দিমিত্রি মেদভেদেভ, সাবেক প্রেসিডেন্ট, রাশিয়া
সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন, ‘একজন ব্যবসায়ী হিসাবে আমাদের জন্য ট্রাম্পের একটি দরকারি গুণ রয়েছে। তিনি বিভিন্ন হ্যাঙ্গার-অন মিত্র, খারাপ দাতব্য প্রকল্প এবং প্রচণ্ড আন্তর্জাতিক সংস্থাগুলোতে অর্থব্যয় মারাত্মকভাবে অপছন্দ করেন।

কার্ল নেহামার, চ্যান্সেলর, অস্ট্রিয়া

অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামার বলেন, ‘নির্বাচনে জয়লাভের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র অস্ট্রিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। আমরা একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলায় আমাদের ট্রান্স-আটলান্টিক সম্পর্ককে আরও সম্প্রসারিত ও জোরদারের প্রত্যাশায় রয়েছি’।

মাত্তেও সালভিনি, উপ-প্রধানমন্ত্রী, ইতালি
‘গডোনাল্ডগো’ হ্যাশট্যাগ দিয়ে ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ জ্ঞান, আবেগ এবং ভবিষ্যতের জন্য একটি বিজয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনার কাজের জন্য শুভকামনা’।

নায়িব বুকেলে, প্রেসিডেন্ট, এল সালভাদর
এক্স-এ অভিনন্দন বার্তায় এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এবং গাইড করুন’।

ভিক্টর অরবান, প্রধানমন্ত্রী, হাঙ্গেরি
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এক্স-এ পোস্ট করে বলেন,‘মার্কিন রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় প্রত্যাবর্তন! বিপুল জয়ের জন্য রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। বিশ্বের জন্য অতি প্রয়োজনীয় একটি বিজয়’।

গির্ট উইল্ডার্স, রাজনীতিবিদ, নেদারল্যান্ড

এক্স-এ পোস্টে ডাচ রাজনীতিবিদ গির্ট উইল্ডার্স বলেন, ‘অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প! অভিনন্দন আমেরিকা! কখনও থামবেন না, সর্বদা লড়াই চালিয়ে যান এবং নির্বাচনে জিতুন!’।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ