ইরানের ওপর জ্বালানি নিষেধাজ্ঞার আওতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
গত ১ অক্টোবর ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে দেশটির জ্বালানি খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরান বলেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল যে বিধ্বংসী আঘাত হেনেছে তার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ করে আসছে হিজবুল্লাহ।
শুক্রবারের (১১ অক্টোবর) নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সংযুক্ত আরব আমিরাত, লাইবেরিয়া, হংকং এবং অন্য দেশগুলোর ১৬টি সংস্থা ও ১৭টি জাহাজের তথাকথিত 'ভুতুড়ে বহর (ঘোস্ট ফ্লিট)’ কে। সেগুলো ইরানি তেল বিক্রির জন্য এশিয়ার ক্রেতাদের কাছে পরিবহন করে বলে অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘নতুন নিষেধাজ্ঞায় ইরানের জ্বালানি তেল বিশ্বজুড়ে ক্রেতাদের কাছে অবৈধভাবে পৌঁছে দেওয়া ‘ভৌতিক জাহাজবহরের’ বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দ্বার উন্মোচিত হলো। ফলে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে প্রয়োজনীয় অর্থসরবরাহ বাধাপ্রাপ্ত হবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করা কোনো সন্ত্রাসী সংগঠনকেও তারা আর সমর্থন দিতে পারবে না’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে