জুলাই-আগস্টে বেসামরিক নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় যুক্তরাষ্ট্র
গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালীন দমন-নিপীড়নের সময় যেসব বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন তাদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান পুনরায় জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমরা মনে করি সাম্প্রতিক মাসগুলিতে বিক্ষোভ চলাকালীন এবং বিক্ষোভের বিরুদ্ধে দমন-নিপীড়নের সময় যে বেসামরিক নাগরিকরা প্রাণ হারিয়েছেন তাদের সম্পূর্ণ তদন্ত হওয়া দরকার।’
রবিবার (৩০ সেপ্টেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিলার বলেন, কেউ দায়ী থাকলে তার জন্য সম্পূর্ণ জবাবদিহিতা থাকতে হবে।
গণমাধ্যমের আরেক প্রশ্নের জবাবে এই মুখপাত্র বলেন, তারা বাংলাদেশে এবং অবশ্যই বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা দেখতে চান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে