৪ দিনের ঢাকা সফরে আসছে মার্কিন প্রতিনিধি দল
চার দিনের ঢাকা সফরে আসছে মার্কিন সরকারের একটি প্রতিনিধি দল। আগামী ২২- ২৫ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন তারা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেই সঙ্গে বলা হয়, বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন কর্মসংস্থানে সহায়তা করতে ঢাকা সফর করবে প্রতিনিধি দলটি।
মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ। এ ছাড়াও স্টেট অফ স্টেট এবং শ্রম দপ্তরের পক্ষ থেকে থাকবেন ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।
সফরকালে প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, পোশাক উৎপাদনকারী এবং শ্রমিক ইউনিয়নসহ স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং পোশাক শ্রমিকদের কীভাবে সহায়তা করা যায় সেই বিষয়ে প্রতিনিধি দলটি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে