Views Bangladesh

Views Bangladesh Logo

২০২৪ সালের ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজকে ‘২০২৪ সালের ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ডে’ ভূষিত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন সোমবার ৪ মার্চ (মার্কিন সময়) হোয়াইট হাউজে বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী (আইডব্লিউওসি) পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন।

এ বছরের অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন- বেনাফশা ইয়াকুবি (আফগানিস্তান), ভোলহা হারবুনোভা (বেলারুশ), আজনা জুসিচ (বসনিয়া ও হার্জেগোভিনা), মিনৎজু উইন (মিয়ানমার), মার্থা বিয়াত্রিজ রোকে কাবেলো (কিউবা), ফাতিমা কোরোজো (ইকুয়েডর), ফাতৌ বালদেহ (গাম্বিয়া), ফারিবা বালুচ (ইরান), রিনা গনোই (জাপান), রাভা এল হায়মার (মরক্কো) এবং আকুয়াতে আতুহাইরে (উগান্ডা)।

পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, বৃহত্তর স্থিতিশীলতা, বৃহত্তর সমতা ও বৃহত্তর সুযোগ প্রতিষ্ঠায় কাজ করা প্রতিটি সাহসী নারীর পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, "আমরা নারী ও মেয়েদের তাদের পূর্ণ সম্ভাবনা অর্জনে বাধা দেয় এমন বাধাগুলি ভেঙে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই বৈচিত্র্যময় নারী ও মেয়েদের অধিকারকে সমর্থন করা আমাদের পররাষ্ট্রনীতির একটি কেন্দ্রীয় অংশ। ”

ব্লিংকেন জানান, গত তিন বছরে তারা বিশ্বজুড়ে নারী ও মেয়েদের সহায়তার জন্য সুনির্দিষ্ট কৌশল, নীতি ও কর্মসূচি সামনে রেখেছেন।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বে লিঙ্গ সমতা প্রচারের জন্য বৈদেশিক সহায়তা দ্বিগুণ করার অনুরোধ করেছিলেন, যার পরিমাণ ছিল ২ দশমিক ৬ বিলিয়ন ডলার।

ফওজিয়া করিম ফিরোজ একজন বাংলাদেশি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, যিনি তিন দশকেরও বেশি সময় ধরে প্রান্তিক গোষ্ঠীর অধিকারের জন্য লড়াই করছেন। তিনি বর্তমানে তাঁর নিজস্ব ল’ চেম্বারের প্রধান এবং ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট (এফএলএডি) এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।তাঁর নেতৃত্বে, এফএলএডি একটি রায়ে জিতেছিল যে, ২০১৫ সালের গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি গৃহকর্মীদের অধিকার রক্ষার জন্য অপর্যাপ্ত ছিল।

ফওজিয়া ফিরোজ ব্যক্তিগতভাবে গার্মেন্টস শ্রমিকদের পক্ষে তাদের নিয়োগকর্তাদের বিরুদ্ধে প্রায় ৩,০০০ মামলা দায়ের করেছেন এবং বাংলাদেশ স্বাধীন গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন ফেডারেশন (বিআইজিইউএফ) এবং গৃহকর্মী নির্দেশিকা প্রতিষ্ঠায় সহায়তা করেছেন।

তিনি এর আগে ২০০৭-২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ নারী আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি এসিড সারভাইভারস ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। গত ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন যৌন হয়রানির মামলা পর্যালোচনা এবং আদালতে তা সুপারিশ করার জন্য ফিরোজকে আদালতের পাঁচ সদস্যের কমিটিতে নির্বাচিত করে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের আইডব্লিউওসি অ্যাওয়ার্ড বিশ্বজুড়ে সেই সকল নারীদের স্বীকৃতি দেয়া হয় যারা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা ও সমতা এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের পক্ষে কাজ করার ক্ষেত্রে ব্যতিক্রমী সাহস, শক্তি এবং নেতৃত্ব প্রদর্শন করে থাকেন। 

গত ২০০৭ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ৯০টি দেশের ১৯০ জনেরও বেশি নারীকে আইডব্লিউওসি পুরস্কারে ভূষিত করেছে। বিদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলো তাদের নিজ নিজ আয়োজক দেশ থেকে একজন সাহসী নারীকে মনোনীত করে এবং দফতরের সিনিয়র কর্মকর্তা কর্তৃক প্রার্থী চূড়ান্ত ও অনুমোদিত হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ