Views Bangladesh Logo

কাজে ফেরার অনুমতি পেলেন ইউএসএআইডির ২৭০০ কর্মী

মেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক ছুটিতে থাকা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর প্রায় ২ হাজার ৭০০ কর্মীকে কাজে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছেন মার্কিন আদালত। এতে করে সংস্থাটি ভেঙে দিতে ট্রাম্পের যে পরিকল্পনা ছিল, তাতে কিছুটা ভাটা পড়ল।

মার্কিন সরকারি কর্মী ইউনিয়ন ও বিদেশি পরিষেবা কর্মীদের একটি সমিতি ‘ইউএসএআইডি’ যাতে বন্ধ না হয়, সেজন্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এ রায় দেন মার্কিন জেলা জজ কার্ল নিকোলস। রয়টার্স

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, নিকোলসের আদেশ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। তবে ইতোমধ্যে ছুটিতে থাকা প্রায় ৫০০ কর্মচারীকে পুনর্বহাল করা হয়েছে।

আগামী বুধবার এ নিয়ে আরেকটি শুনানি হবে। সেদিন নিকোলস দীর্ঘমেয়াদী বিরতির অনুরোধ বিবেচনা করবেন। তিনি আদেশে লিখেছেন, আদালত হস্তক্ষেপ না করলে ইউনিয়নগুলি ‘অপূরণীয় ক্ষতির’ সম্মুখীন হবে।

রায়ে, নিকোলস ইউএসএআইডি ভবনগুলো পুনরায় খোলার, এজেন্সি অনুদান ও চুক্তির জন্য তহবিল পুনরুদ্ধারের জন্য ইউনিয়নগুলোর অন্যান্য অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

বৃহস্পতিবার এক নোটিশে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা বিশ্বব্যাপী ১০ হাজারেরও বেশি কর্মীর মধ্যে ৬১১ জন অপরিহার্য কর্মীকে ইউএসএআইডিতে রাখবে।

শুক্রবার আদালতে শুনানির শুরুতে ইউনিয়নগুলোর আইনজীবী কার্লা গিলব্রাইড বলেন, ‘চাকরিচ্যুত, অফিস বন্ধ করে দেয়া এবং কর্মীদের জোরপূর্বক বদলি- সবকিছুতেই সীমা লঙ্ঘন করে নির্বাহী আদেশের অতিরিক্ত ক্ষমতা দেখানো হয়েছে।’

বিচার বিভাগের একজন কর্মকর্তা ব্রেট শুমাতে, তিনি নিকোলসকে জানিয়েছেন- প্রশাসনের পরিকল্পনার অধীনে প্রায় ২ হাজার ২০০ ইউএসএআইডি কর্মীকে বেতনভুক্ত ছুটিতে রাখা হবে, আরও ৫০০ জনকে ইতোমধ্যে ছুটিতে রাখা হয়েছে।

শুমাতে বলেন, ‘প্রেসিডেন্ট মনে করেন ইউএসএআইডিতে দুর্নীতি ও জালিয়াতি রয়েছে।’

এর আগে, ‘ট্রুথ’ সোশ্যালে ট্রাম্প একটি পোস্টে ইউএসএআইডিকে কোনও প্রমাণ ছাড়াই দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে অর্থ ব্যয়ের অভিযোগ তোলেন।

তিনি বলেন, ‘ইউএসএআইডিতে দুর্নীতি এর আগে খুব কমই দেখা গেছে। এটি বন্ধ করুন!’

২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পর, ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণতা নিশ্চিত করার জন্য সমস্ত মার্কিন বৈদেশিক সাহায্য বন্ধ করার নির্দেশ দেন।

নির্বাহী আদেশ জারি হওয়ার পর পররাষ্ট্র দপ্তর বিশ্বব্যাপী ‘স্টপ-ওয়ার্ক নির্দেশিকা’ জারি করে। এছাড়া জরুরি খাদ্য সহায়তা ব্যতীত সমস্ত বিদেশি সাহায্য কার্যকরভাবে স্থগিত করে। ফলে বিশ্বজুড়ে জীবন রক্ষাকারী সাহায্য কভার করা ইউএসএআইডি প্রোগ্রামগুলি এক ভয়াবহভাবে বন্ধ হয়ে যায়, এমন একটি পদক্ষেপে মানুষের মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সংস্থাটির ধ্বংসের বিষয়টি মূলত ব্যবসায়ী ইলন মাস্ক দ্বারা তত্ত্বাবধান করা হয়েছে, যিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং ফেডারেল আমলাতন্ত্রকে সংকুচিত করার জন্য রাষ্ট্রপতির প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন।

২০২৩ অর্থবছরে, মার্কিন যুক্তরাষ্ট্র আংশিকভাবে ইউএসএআইডি-এর মাধ্যমে বিশ্বব্যাপী ৭২ বিলিয়ন ডলারের সাহায্য বিতরণ করেছে, যা সংঘাতপূর্ণ অঞ্চলে নারীর স্বাস্থ্য থেকে শুরু করে বিশুদ্ধ পানি, এইচআইভি/এইডস চিকিৎসা, জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রেখে আসছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ