Views Bangladesh

Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে আদালতেই বিচারককে গুলি করে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে আদালত কক্ষেই এক বিচারককে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কেন্টাকির লেচার কান্ট্রি কোর্টহাউসে এই গুলির ঘটনা ঘটে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বরা হয়েছে, গুলির ঘটনায় ঘটনাস্থলেই কেভিন মুলিনস নামে ওই বিচারকের মৃত্যু হয়। বিচারককে হত্যার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম শাওন স্টিনেস (৪৩)।


কেন্টাকি রাজ্য পুলিশ জানিয়েছে, লেচার কাউন্টি কোর্টহাউসে একাধিকবার গুলি করার পরে জেলা বিচারক কেভিন মুলিনস ঘটনাস্থলেই মারা যান। তবে এর পেছনে কী কারণ রয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেম্যান এক্সে এক পোস্টে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত করা হবে এবং সঠিক বিচার করা হবে।

কেন্টাকির রাজ্য সরকার বিচারক নিহতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে বলেন, পৃথিবীতে এটি অধিকতর নিন্দনীয় ঘটনা। আমি প্রার্থনা করি আগামী দিনগুলো ভালো হোক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ