জাপানে ৮ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান জাপানের পশ্চিমে ইয়াকুশিমা আইল্যান্ডে সাগরে বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার (২৯ নভেম্বর) জাপানের স্থানীয় সময় দুপুর ২টা ৪৭ মিনিটে ভি-২২ অসপ্রে মডেলের বিমানটি আটজন আরোহী নিয়ে সাগরে বিধ্বস্ত হয়। খবর বিবিসির।
ওই প্রতিবেদনে বলা হয়, জাপানের কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, উদ্ধারকর্মীরা এক আরোহীর সন্ধান পান, যার 'শ্বাস-প্রশ্বাস চলছিল না'।
বিমানের আরোহীদের কী অবস্থা সে বিষয়ে কোনো তথ্য মেলেনি। তবে মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানান, এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন তারা।
এর আগে আগস্টে উত্তর অস্ট্রেলিয়ায় আরেকটি মার্কিন অসপ্রে বিমান বিধ্বস্ত হয়। নিয়মিত মহড়ায় বিমানটিতে সেনারা ছিলেন। ওই ঘটনায় তিনজন ইউএস মেরিন সেনা নিহত হন।
জাপানে আমেরিকার এই অসপ্রে বিমান পাঠানো নিয়ে বিতর্ক ছিল। বিশেষজ্ঞদের মতে, বিমানটি দুর্ঘটনাপ্রবণ। যদিও আমেরিকা ও জাপান এই বিমানকে নিরাপদ বলেই দাবি করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে