Views Bangladesh

Views Bangladesh Logo

ইসরাইলকে নতুন করে ৬৮০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে বাইডেন প্রশাসন

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

সরাইলকে আরও ৬৮০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা হস্তান্তর করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বুধবার নাম প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা এই তথ্য দিয়েছেন।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের এই অস্ত্র সহায়তা প্যাকেজ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। এই প্যাকেজের মধ্যে হাজার হাজার জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন কীট (জেডিএএম) এবং শতাধিক ছোট আকৃতির বোমাও রয়েছে। এসব তথ্য জানিয়েছে মার্কিন ওই কর্মকর্তা।

এর আগে গত আগস্টে ইসরাইলের কাছে ২০ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র।

জুনে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ২০২৩ সালের অক্টোবর থেকে তেল আবিবকে ১০ হাজারের বেশি বোমা সরবরাহ করেছে। প্রতিটি বোমার ওজন ছিল ২ হাজার পাউন্ড।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ