Views Bangladesh

Views Bangladesh Logo

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ফের যুক্তরাষ্ট্রের ভেটো

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সরায়েল-হামাসের চলমান যুদ্ধ বন্ধে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রের কারণে আবারও যুদ্ধবিরতি চুক্তি আটকে গেল।

ওয়াশিংটন জানিয়েছে, এখনই যুদ্ধবিরতি প্রস্তাব পাস হলে স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা উৎসাহিত হবে। ফলে জিম্মি উদ্ধার অনেকটা কঠিন হয়ে পড়বে।

যুক্তরাষ্টের রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, ‘এই যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের জন্য ভয়ঙ্কর বার্তা বয়ে আনবে। কারণ জিম্মি উদ্ধারে আলোচনার টেবিলে বসে সমঝোতা না করলে জিম্মিদের মুক্তি লাভ কখনো সম্ভব হবে না।

স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) জাতিসংঘের সদর দপ্তরে এই প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি স্থায়ী রাষ্ট্রের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় ইসরায়েলি বন্দিদের কথা ভুলে গেছে। কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আমরা জিম্মিদের ভুলে যেতে পারি না।

এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক প্রচেষ্ঠা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের এই ভেটোকে সঙ্কট সমাধানের পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। এতে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ আরও গভীর হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরের পর এই নিয়ে চতর্থবারের মতো গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত,২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১২০৬ জনকে হত্যা এবং ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। জবাবে গাজায় প্রায় ১৪ মাস ধরে সামরিক অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার বেসামরিক নাগরিককে হত্যা করে ইসরায়েল। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

এ বিষয়ে সম্প্রতি ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধে প্রায় ১৭ হাজার শিশু মারা গেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ