Views Bangladesh

Views Bangladesh Logo

প্রেসিডেন্ট নির্বাচন: প্রার্থী হওয়া নিশ্চিত করলেন বাইডেন ও ট্রাম্প

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৩ মার্চ ২০২৪

র্জিয়া প্রাইমারিতে প্রার্থীদের সমর্থনে জিতলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে লাগাতার দুইবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন তারা।

জর্জিয়ায় প্রয়োজনীয় সংখ্যক দলীয় প্রতিনিধির সমর্থন পাওয়ার পর বাইডেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হবেন, তা ঠিক হয়ে গেছে। এ জন্য বাইডেনের দরকার ছিল এক হাজার ৯৬৮ জন প্রতিনিধির সমর্থন। কিন্তু তিনি পান তার চেয়েও বেশি প্রতিনিধির সমর্থন। পেয়েছেন।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন যে ডেমোক্র্যাট প্রার্থী তার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে অগাস্টে।

ওই খবরের পর এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘এ দেশের ভবিষ্যৎ গড়তে ভোটাররা এখন কী করবেন, সে বিষয়ে তাঁদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি উঠে দাঁড়াতে ও আমাদের গণতন্ত্র রক্ষা করতে যাচ্ছি, নাকি অন্যদের হাতে তা ভেঙে দিতে চলেছি? আমরা কি আমাদের পছন্দের অধিকার পুনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষা করব নাকি চরমপন্থিদের এসব কেড়ে নিতে দেব?।’ 

অন্যদিকে জর্জিয়া, মিসিসিপি ও ওয়াশিংটন স্টেট প্রাইমারি জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দরকার ছিল এক হাজার ২১৫ প্রতিনিধির সমর্থন। তিনিও তা পার করে গেছেন।

দলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে ট্রাম্পের শেষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নিকি হ্যালি। গত সপ্তাহে তিনি এ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ