Views Bangladesh

Views Bangladesh Logo

মার্কিন বিমান থেকে আবারও গাজায় খাবার ফেলা শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১০ জুন ২০২৪

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে রোববার (৯ জুন) মার্কিন কার্গো বিমান থেকে ১০ মেট্রিক টনেরও বেশি খাদ্য ফেলা হয়েছে।

ওই অঞ্চলে ইসরায়েলি অভিযানের কারণে এই ধরনের সরবরাহ স্থগিত করার পর আবারও তা শুরু হলো। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর এএফপি’র।

আট মাসের ভয়াবহ সংঘাতের কারণে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা ভীষনভাবে জরুরি হয়ে পড়েছে। ইসরায়েল স্থলপথে সাহায্য প্রবেশে বিলম্ব করায় যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্রপথে এটি সরবরাহের দিকে মনোনিবেশ করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, “উত্তর গাজার মানুষের জীবন বাঁচতে বিমান থেকে মানবিক সহায়তা ফেলা হয়েছে।”

এতে আরও বলা হয়, “এ পর্যন্ত যুক্তরাষ্ট্র গাজায় ১,০৫০ মেট্রিক টনেরও বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে।”

এছাড়াও গাজা উপকূলের সাথে সংযুক্ত একটি অস্থায়ী জাহাজ ঘাট দিয়েও গাজায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ