Views Bangladesh

Views Bangladesh Logo

র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র: স্টেট ডিপার্টমেন্ট

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১৭ মে ২০২৪

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল।

বৃহস্পতিবার (১৬ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।

এ সময় বাংলাদেশ বিষয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'র সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কাজ করছে। মার্কিন বিচার বিভাগকেও নাকি এ ব্যাপারে জানানো হয়েছে এবং প্রক্রিয়াধীন আছে। এমন দাবি কি সত্যি?

জবাবে মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না।

তিনি আরও বলেন, 'জবাবদিহিতা ও আচরণগত পরিবর্তন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।'

প্রসঙ্গত, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ