মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার (২১ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে এক বৈঠক মিলিত হন তারা।
তাদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করে মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য একটি যৌথ প্রতিশ্রুতি নিশ্চিত করেন রুবিও ও জয়শঙ্কর।
বৈঠকে তারা আঞ্চলিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে সমালোচনামূলক এবং উদীয়মান প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে আরও গভীর করার সুযোগ নিয়ে আলোচনা করেন রুবিও এবং জয়শঙ্কর।
এসবের পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিতে এবং অনিয়মিত অভিবাসন সম্পর্কিত উদ্বেগগুলো মোকাবিলায় ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের কাজ করার ইচ্ছার ওপরও জোর দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে