Views Bangladesh

Views Bangladesh Logo

গোপনে ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে আর কিইভ সেগুলো রাশিয়ার আক্রমণকারী বাহিনীগুলোর বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করেছে বলে নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা।

মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৩০ কোটি ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছিলেন, এসব অস্ত্র তারই অংশ বলে জানিয়েছেন তিনি। চলতি মাসে অস্ত্রগুলো ইউক্রেনে পৌঁছেছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্তত একটি ইতোমধ্যেই ব্যবহার করা হয়েছে, ক্রিমিয়ায় রুশ লক্ষ্যস্থলগুলোর উদ্দেশ্যে সেটি ছোঁড়া হয়।

এবার বাইডেন ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের নতুন একটি সামরিক সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন।

বিলটি স্বাক্ষর করে আইনে পরিণত করার পর বাইডেন বলেছেন, “এটি আমেরিকাকে আরও নিরাপদ করবে, এটি বিশ্বকেও আরও নিরাপদ করবে।”

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এর আগে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) এর মধ্য-পাল্লার সংস্করণ ইউক্রেনে পাঠিয়েছিল কিন্তু অংশত নিজেদের সামরিক বাহিনী সংশ্লিষ্ট কিছু কারণে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে অনিচ্ছুক ছিল।

কিন্তু ফেব্রুয়ারিতে বাইডেন গোপনে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পদ্ধতি পাঠানোর সবুজ সংকেত দেন বলে জানা গেছে। এসব পদ্ধতি সর্বোচ্চ ৩০০ কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “আমি নিশ্চিত করতে পারি, প্রেসিডেন্টের সরাসরি দিকনির্দেশনায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দীর্ঘপাল্লার এটিএসিএমএস দিয়েছে। ইউক্রেনের অনুরোধে তাদের অভিযানের নিরাপত্তা বজায় রাখার জন্য (যুক্তরাষ্ট্র) এটি ঘোষণা করেনি।”

এসব অস্ত্রের কতগুলো ইতোমধ্যে পাঠানো হয়েছে তা পরিষ্কার হয়নি, তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান জানিয়েছেন, ওয়াশিংটন আরও পাঠানোর পরিকল্পনা করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ