যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো না কোনো উপায়ে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৫ মার্চ) গভীর রাতে দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নীতিগত উদ্দেশ্য নিয়ে দেয়া দীর্ঘ ভাষণে এই মন্তব্য করেন ট্রাম্প। এটি স্বশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য তার সর্বশেষ হুমকি। তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন, এটি আমেরিকার স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রিনল্যান্ডের জনগণের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা আপনাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করি। আর আপনারা যদি চান, আমরা আপনাদেরকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাই।”
তবে তিনি বলেন, “জাতীয় নিরাপত্তা এবং এমনকি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। এটি পাওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে কাজ করছি এবং আমার মনে হয়, আমরা এটি কোনো না কোনো উপায়ে পেয়ে যাব। আমরা এটা পেতে যাচ্ছি।”
জানুয়ারির এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিপক্ষে মত দেন গ্রিনল্যান্ডের প্রায় ৮৫ শতাংশ মানুষ।
এদিকে ট্রাম্পের এই দাবিকে "অযৌক্তিক" বলে অভিহিত করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। অপরদিকে এ বিষয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেদে বলেছেন, তার জনগণ “আমেরিকান হতে চায় না।”
ট্রাম্পের এই মন্তব্যকে তিরস্কার করলেন ডেনিশ পিপলস পার্টির সদস্য ও এমইপি অ্যান্ডারস ভিস্টিসেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে