টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ
যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী জুনে হতে যাওয়া এই সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে নিজেদের এগিয়ে নিতে স্বাগতিকদের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ইউএসএ ক্রিকেট (ইউএসএসি)।
দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি হবে ৩ ম্যাচের। আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতির পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৩ মার্চ। আর সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ২৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।
এই দুই সিরিজ নিয়ে ইউএসএসির চেয়ারম্যান ভেনু পিসিকে বলেছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচগুলো আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ হবে।'
আগামী ১ জুন থেকে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের।
প্রথমবার কোনো সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ দল। এ সফর প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেন, 'বাংলাদেশ দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ক্রিকেটের জগতে একটি ঐতিহাসিক উপলক্ষ। বাংলাদেশ দলের সঙ্গে সিরিজ আয়োজনের জন্য আমরা যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে