Views Bangladesh Logo

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি পরিকল্পনায় সমর্থন দিতে নিরাপত্তা পরিষদকে যুক্তরাষ্ট্রের আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

সরায়েল-হামাস সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্থাপিত যুদ্ধবিরতির পরিকণ্পনায় সমর্থন দিতে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রায় আট মাসের গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে গত ৩১ মে তিন ধাপের যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেন বাইডেন।

এ ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের অতর্কিত হামলায় প্রায় ১২০০ জন মানুষ নিহত হওয়ার পর থেকে শুরু হওয়া সংঘাত নিরসনের প্রস্তাবে সমর্থন দিতে নিরাপত্তা পরিষদের অন্য ১৪ সদস্যদেশের কাছে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূত বলেন, 'মধ্যপ্রাচ্য অঞ্চলসহ অসংখ্য নেতা ও সরকার এই পরিকল্পনাকে সমর্থন করেছে। আমরা নিরাপত্তা পরিষদকে দেরি না করে এবং শর্ত ছাড়াই এই চুক্তি বাস্তবায়নে তাদের সাথে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কর্তৃক প্রাপ্ত সংক্ষিপ্ত খসড়া প্রস্তাবটি বাইডেন ঘোষিত ৩১ মে চুক্তিকে স্বাগত জানাবে এবং হামাসকে সম্পূর্ণরূপে এটি গ্রহণ করতে এবং বিলম্ব না করে শর্ত ছাড়াই প্রস্তাবের শর্তাবলী বাস্তবায়নের আহ্বান জানাবে।

এ বিষয়ে হামাস বলেছে, তারা এই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে।

বাইডেন যখন এই ঘোষণা দেন তখন তিনি এটিকে একটি ইসরায়েলি প্রস্তাব বলে অভিহিত করেছিলেন। যার মধ্যে একটি ‘স্থায়ী যুদ্ধবিরতি’ এবং অপরটি হামাস যদি সব জিম্মিকে মুক্তি দেয় তাহলে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার অন্তর্ভুক্ত ছিল।

যদিও এ ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জোর দিয়ে বলেছিল, হামাসের সামরিক ও শাসন ক্ষমতার ধ্বংসসহ ইসরায়েলের সমস্ত ‘লক্ষ্য অর্জন’ না হওয়া পর্যন্ত গাজায় চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার তার কট্টরপন্থী শাসক অংশীদারদের বলেছেন- হামাসকে ধ্বংস করতে বাইডেনের ঘোষিত প্রস্তাবটি ইসরায়েলের লক্ষ্য পূরণ করবে।

খবরে আরও বলা হয়, হামাসকে নির্মূল না করে কোনো চুক্তিতে নেতানিয়াহু রাজি হলে তার সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছে উগ্র জাতীয়তাবাদীরা।

এ প্রসঙ্গে সোমবার পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিকে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, বাইডেন চুক্তির একটি রূপরেখা দিয়েছে। তবে রূপরেখার সব বিবরণ দেননি।

যদিও রূপরেখার বর্ণনায় বাইডেন বলেছেন, প্রস্তাবিত চুক্তির প্রথম ধাপ ছয় সপ্তাহ ধরে চলবে এবং এ সময়টা 'পূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি'। এ ছাড়াও গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং আহত ও শত শত ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে নারী, বৃদ্ধ ও আহতসহ কিছু জিম্মিকে মুক্তি দেয়া হবে। এই পর্যায়ে আমেরিকান জিম্মিদের মুক্তি দেয়া হবে এবং নিহত জিম্মিদের দেহাবশেষ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে।

দ্বিতীয় পর্যায়ে, সৈন্যসহ বাকি জীবিত জিম্মিদেরকে মুক্তি দেয়া হবে এবং ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে সরে যাবে।

এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, হামাস যদি তার প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে সাময়িক যুদ্ধবিরতি 'স্থায়ীভাবে শত্রুতা বন্ধে পরিণত হবে'।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলি বোমা হামলা ও স্থল হামলায় ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

অন্যদিকে ইসরায়েল বলছে, প্রায় ৮০ জন জিম্মি এখনও হাসামের হাতে বন্দি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি আরও প্রায় ৪৩ জনের দেহাবশেষ রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ