Views Bangladesh Logo

ভারত-পাকিস্তান সংঘাত আমাদের কোনো বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশ দুটির মধ্যকার সংঘাত যুক্তরাষ্ট্রের বিষয় নয় বলে জানিয়েছেন দেশটির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার (৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত কমাতে ওয়াশিংটন আগ্রহী, কিন্তু এটি আমাদের কোনো বিষয় নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যা করতে পারি তা হলো তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করা। কিন্তু আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না, যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’

আন্তর্জাতিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন রাখার পক্ষে বরাবরই অবস্থান নেয়া ভ্যান্স বলেন, ‘এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকায় যাচ্ছে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

এর আগে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই পাশে থাকব।’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন স্থানে ‘ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প।

ওয়াশিংটন নিয়মিত ভারত ও পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন। তিনি তাদেরকে উত্তেজনা কমানো এবং সরাসরি সংলাপে যাওয়ার আহ্বান জানান।

এদিকে ভারত-পাকিস্তান সম্পর্ক ও সংঘাতের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ