Views Bangladesh Logo

ঢাকা-চেন্নাই রুটে সপ্তাহে ১১টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৯ এপ্রিল থেকে সপ্তাহে ঢাকা-চেন্নাই রুটে ১১টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে।

চিকিৎসার উদ্দেশ্যে ভারতমুখী যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে বেসরকারি বিমান সংস্থাগুলো ফ্লাইট সংখ্যা বাড়াতে যাচ্ছে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স এই রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে।

অতিরিক্ত ফ্লাইটগুলো ১৯ এপ্রিল থেকে মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবার দুপুর ১টা ৫ মিনিটে ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে আসবে এবং স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে চেন্নাই পৌঁছাবে। একই দিনে চেন্নাই থেকে বিকেল সোয়া ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৫ হাজার ৪৬৭ টাকা এবং রিটার্ন ভাড়া ২৬ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে একটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ২৩টি এয়ারক্রাফট রয়েছে। খুব শিগগিরই ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হতে যাচ্ছে এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট।

এছাড়া ঢাকা-দিল্লি ও ঢাকা-জেদ্দা রুটে স্বল্পতম সময়ে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ