আইসিইউতে গুরুতর অসুস্থ ওস্তাদ জাকির হোসেন
গুরুতর অসুস্থ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি তবলাবাদক এবং একাধিক গ্র্যামি পুরস্কার বিজয়ী ওস্তাদ জাকির হোসেন খান।
রোববার (১৫ ডিসেম্বর) ফুসফুস ও হৃদরোগজনিত অসুস্থতা বেড়ে যাওয়ায় ৭৩ বছর বয়সী জাকিরকে সান ফ্রান্সিসকোর ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের কথা জানিয়েছে তার পরিবার।
জাকির হোসেনের বোন খুরশিদ আউলিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আমার ভাই এই সময়ে গুরুতর অসুস্থ। আমরা ভারত এবং সারা বিশ্বের ভক্তদের তার সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি’।
ভারতীয় ক্ল্যাসিক্যাল সংগীতের পুরোধা ব্যক্তিত্ব ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন বলে বলে রোববার টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভিসহ আরও বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক প্রকাশের কথাও জানানো হয়।
এ অসত্য প্রচারণার পরিপ্রেক্ষিতে ‘কিন্তু ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠদের একজন হিসাবে তার ভাইকে এখনই শেষ না করার আহ্বান জানিয়েছেন খুরশিদ আউলিয়া।
‘আমি শুধু সব মিডিয়াকে জাকিরের মৃত্যু সম্পর্কে ভুল তথ্য প্রকাশ না করার অনুরোধ করতে চাই। তিনি এই মুহূর্তে খুব শ্বাসকষ্ট ভোগ করছেন। তিনি খুব সংকটাপূর্ণ, কিন্তু তিনি এখনো আমাদের সঙ্গে আছেন। তিনি এখনো মারা যাননি’।
‘সুতরাং, আমি গণমাধ্যমকে অনুরোধ জানাবো, তিনি মারা গেছেন লিখে বা বলে এই গুজব ছড়াবেন না। ফেসবুকে এসব তথ্য দেখে আমার খুব খারাপ লাগছে, যা খুব ভুল,” তিনি যোগ করেছেন।
‘তিনি অসুস্থ এবং এই মুহূর্তে আইসিইউতে ভর্তি আছেন। আমরা সবাই পরিস্থিতি নিয়ে চিন্তিত’- বলেছেন জাকির হোসেনের বন্ধু বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া।
ওস্তাদের ব্যবস্থাপক নির্মলা বাচানি জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে তিনি সান ফ্রান্সিসকোর ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।
এক্স-এ আমীর আউলিয়া বলেছেন, ‘আমি জাকির হোসেনের ভাতিজা এবং তিনি মারা যাননি। আমরা আমার চাচার সুস্থতার জন্য দোয়া চাই। আপনি কি দয়া করে এই ভুল তথ্যটি সরাতে পারবেন? তিনি গুরুতর অবস্থায় আছেন এবং আমরা বিশ্বজুড়ে তার ভক্তদের কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করতে বলছি’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে