উত্তরাখন্ডে তুষারধস: ৪ জন নিহত, এখনো নিখোঁজ ৫ জন
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামের ভয়াবহ তুষারধসে হাইওয়ে নির্মাণকারী সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) চারজন কর্মী প্রাণ হারিয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রত্যন্ত সীমান্তবর্তী অঞ্চলটির নির্মাণ ক্যাম্পটিতে থাকা ৫৫ জন শ্রমিকের মধ্যে ৫০ জনকে জীবিত উদ্ধার করা হলেও তাদের চারজন আহত অবস্থায় মারা যান। অন্য ৪৬ জন আহত শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে যোশীমঠ সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মানা গ্রামে তুষারধস আঘাত হানে। বিআরও’র নির্মাণ শিবিরের শ্রমিকরা ৬-৭ ফুট বরফ ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
শনিবার (১ মার্চ) সকাল থেকে আইএএফের এমআই-১৭ হেলিকপ্টার, তিনটি চিতা হেলিকপ্টার, রাজ্য সরকারের দুটি হেলিকপ্টার এবং ঋষিকেশ এইমসের একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চলছে।
সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘সড়কপথ বন্ধ থাকায়’ সাতটি হেলিকপ্টার দিয়ে নিখোঁজদের খুঁজে বের করতে এবং জীবিতদের সহায়তা দিতে দিন-রাত কাজ করছে উদ্ধারকারী দলগুলো। তবে মানায় তুষারপাতের কারণে শনিবার বিকেল ৩টায় হেলিকপ্টার কার্যক্রম বন্ধ ছিল। ফলে উদ্ধার তৎপরতা সাময়িকভাবে বিঘ্নিত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে