Views Bangladesh

Views Bangladesh Logo

৫০ বছরে প্রায় সাড়ে ১৫ কোটি জীবন বাঁচিয়েছে ভ্যাকসিন

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বিশ্বজুড়ে গত ৫০ বছরে টিকাদান কর্মসূচির কারণে অন্তত ১৫ কোটি ৪০ লাখ মানুষের জীবন রক্ষা পেয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ কথা জানিয়ে বলেছে, বেঁচে যাওয়াদের অধিকাংশই শিশু। সংস্থাটি আরও জানায়, এর মধ্য দিয়ে গত অর্ধ শতাব্দীতে প্রতি বছর প্রতি মিনিটে অন্তত ছয়টি প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।

ল্যানসেটে প্রকাশিত গবেষণাপত্রটিতে ‘ডব্লিওএইচও এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) এর অধীনে ব্যবহৃত ১৪টি ভ্যাকসিনের প্রভাব নিয়ে ব্যাপক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। আগামী মাসে ইপিআই-এর ৫০ বছর পূর্তি উদযাপিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস সাংবাদিকদের বলেছেন, ভ্যাকসিনগুলো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আবিষ্কারের একটি, যা এক সময়ের আতঙ্ক জাগানো রোগগুলোকে প্রতিরোধযোগ্য করে তুলেছে।

তিনি আরও বলেছেন, গুটি বসন্ত নির্মূল করা হয়েছে, পোলিও নির্মূলের দ্বারপ্রান্তে এবং ম্যালেরিয়া ও সার্ভিক্যাল ক্যান্সারের মতো রোগ প্রতিরোধকল্পে ভ্যাকসিনের সাম্প্রতিক অগ্রগতি রোগগুলোকে নিয়ন্ত্রণের দিকে নিয়ে যাচ্ছে।

এদিকে গবেষণাপত্রে বলা হয়েছে, গত পাঁচ দশকে টিকাদানের মাধ্যমে ১০ কোটি ১০ লাখ শিশুর জীবন রক্ষা পেয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ