Views Bangladesh Logo

শুটিংয়ে অস্ত্রের বৈধতা যাচাই, থমকে আছে কমিটি গঠন

বাংলাদেশ শুটিং ফেডারেশনকে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সার্চ কমিটি; কিন্তু তা এখনো ঘোষণা করা হয়নি। জানা গেছে, এই কমিটি ঘোষণা দেরি হওয়ার পেছনে বড় কারণ হলো শুটিং ফেডারেশনের সংশ্লিষ্টদের অস্ত্রের বৈধতা যাচাই করা এখনো শেষ না হওয়ায়।

সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ‘গণ-অভ্যুত্থান দমাতে শুটিং ফেডারেশনের অস্ত্রও ব্যবহৃত হয়েছিল।’ শুটিংয়ের অ্যাডহক কমিটি দেরি করে দেয়ার কারণ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম (এনডিসি) এ প্রতিবেদককে জানান, সার্চ কমিটি এ পর্যন্ত তাদের ২৮টি কমিটি প্রস্তাব করেছে। শুটিং ফেডারেশন ছাড়া তারা সবকটি কমিটিই ঘোষণা দিয়েছে। তবে শুটিং ফেডারেশনের সবার অস্ত্রের বৈধতা যাচাই-বাছাই করা হচ্ছে। এই যাচাই-বাছাই শেষ হলেই নতুন কমিটি আসবে শুটিং ফেডারেশনে। এই ফেডারেশনের কমিটি ঘোষণা দেরি হওয়া প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ‘এখানে অনেক কিছুর সংশ্লিষ্টতা আছে। এখানে অস্ত্র লাইসেন্সের সম্পৃক্ততা আছে। অস্ত্র ইমপোর্টের সম্পৃক্ততা আছে। প্রচুর আইনকানুনের বিষয় আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত আছে। অনেক সংস্থাও জড়িত আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়ে আমরা সব যাচাই করছি। বেটিংয়ের ফল অনুযায়ী আমরা নোটিশ জারি করব।’

সূত্রে জানা যায়, শুটিংয়ে অস্ত্রের বৈধতা যাচাই করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসককে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। কেননা অস্ত্রের লাইসেন্স দেয়া হয় জেলা প্রশাসক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তাদের কাছ থেকে সব তথ্য পাওয়ার পর তা যাচাই করেই শুটিংয়ের অ্যাডহক কমিটি ঘোষণা করা হবে। কবে নাগাদ কমিটি দেয়া হবে তা অবশ্য সুনির্দিষ্ট করে কেউ নিশ্চিত করতে পারেনি।

সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, ‘শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামুনেশন এবং অস্ত্র জুলাই গণ-অভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতায় ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু সতকর্তার সঙ্গে কমিটিগুলো পুনর্গঠন করেছি। সার্চ কমিটিকেও তাগাদা দিচ্ছি যাতে পরবর্তীতে কমিটিগুলো করতে পারি এবং স্পোর্টসের প্রাণ ফেরাতে পারি। সেক্ষেত্রে সময় এবং সবকিছু বিবেচনা করে সার্চ কমিটির সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটিকে ২০ এপ্রিলের মধ্যে বাকি সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব দেয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; কিন্তু তা সম্ভব হয়নি। এজন্য সরকারের পক্ষ থেকে সার্চ কমিটিকে আরও সময় বাড়িয়ে দেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ