Views Bangladesh Logo

ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে

 VB  Desk

ভিবি ডেস্ক

২ ঘণ্টার জন্য গ্যাসের স্বল্পচাপের সম্মুখীন হতে পারে রাজধানী ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ সমস্যা বজায় থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আমিনবাজার ডিআরএস-এ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীর আমিনবাজার, মিরপুর, মিরপুর রোডের দুই পাশ, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, কমরঙ্গীরচর, কেরানীগঞ্জ (খোলামুড়া থেকে কালাতিয়া, হযরতপুর), হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউ মার্কেট, লালবাগ, শাহবাগ এবং আশপাশের এলাকাগুলোতে গ্যাসের নিম্নচাপ থাকতে পারে।

রাজধানীর বাইরে সাভার ও হেমায়েতপুর এলাকাতেও একইভাবে গ্যাসের নিম্নচাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ