Views Bangladesh

Views Bangladesh Logo

সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, বন্যপ্রাণী নিয়ে শঙ্কা

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৭ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে অতি জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে; এতে বনের প্রাণীর ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে বনবিভাগ।

উপকূলীয় জেলা বাগেরহাটের প্রধান প্রধান নদ-নদী বিপৎসীমার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ড-পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল-বিরুণী।

তিনি জানান, নদ-নদীর পানি দুই থেকে পাঁচ ফুট বৃদ্ধি পেয়েছে।

এদিকে বনের মিষ্টি পানির আধার শতাধিক পুকুর তলিয়ে গেছে। ফলে প্রাণীকূল ও বনকর্মীদের বিশুদ্ধ পানির তীব্র সংকট তৈরি হতে পারে।

সুন্দরবনের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বিকালে জানান, রিমল ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরে পানির অস্বাভাবিক চাপ রয়েছে। রোববার জোয়ারের পানি সুন্দরবনের সব নদ-নদীতে প্রবাহিত হয়। সেই পানির উচ্চতা ছিল পাঁচ থেকে আট ফুট পর্যন্ত।

তিনি আরও বলেন, “সুন্দরবনের পূর্ব ও পশ্চিম অঞ্চলের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। বনের হরিণ, বানর, রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন প্রজাতির আবাসস্থল তলিয়ে যাওয়ায় প্রাণিকূলের ব্যাপক প্রাণহানির শঙ্কা থেকেই যাচ্ছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ