আজহারের মৃত্যুদণ্ডের আপিলের রায় ২৭ মে
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দায়ের করা আপিলের রায় ঘোষণার জন্য ২৭ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
এর আগে গত ২২ এপ্রিল আপিল বিভাগ ৬ মে শুনানির দিন ঠিক করে দেন। আর গত ২৬ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত আজহারের আপিল শুনানির অনুমতি দেন।
রিভিউ আবেদন সংক্রান্ত শুনানির জন্য ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছিল। সে সময় বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির দিন নির্ধারণ করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আসামিপক্ষের হয়ে শুনানি করেন আইনজীবী মো. শিশির মনির।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। আপিল বিভাগ ২০১৯ সালের ২৩ অক্টোবর এই রায় বহাল রাখেন। এরপর তিনি রিভিউ আবেদন করেন।
মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগে অভিযুক্ত হন আজহার। এর মধ্যে পাঁচটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।
২০১৫ সালের ২৮ জানুয়ারি আজহারকে নির্দোষ দাবি করে তার আইনজীবীরা আপিল করেন। ওই আপিলে ১১৩টি যুক্তি তুলে ধরা হয়। আপিলের মূল অংশ ৯০ পৃষ্ঠার এবং মোট জমা দেয়া হয় ২,৩৪০ পৃষ্ঠার নথিপত্র।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে