অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র আর নেই
প্রবীণ অভিনেতা, নির্দেশক ও নাট্যকার মনোজ মিত্র আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার পর মঙ্গলবার সকালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
পশ্চিমবঙ্গের এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই সাহিত্যিক অমর মিত্র।
জানা গেছে, বিগত বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। দিন কয়েক আগে শ্বাসকষ্ট, সোডিয়াম-পটাসিয়ামের ভারসাম্যহীনতার পাশাপাশি বার্ধক্যজনিত আরও বেশ কিছু সমস্যার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানেই তিনি মারা যান।
১৯৩৮ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধূলিহার গ্রামে জন্ম নেয়া মনোজ মিত্র ১২ বছর বয়সে কলকাতায় চলে যান। অভিনেতার বাবা অশোক কুমার মিত্র স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ঢাকায় ভারতের দূতাবাসে চাকরি করেছেন।
১৯৫৭ সালে কলকাতার নাট্যমঞ্চে প্রথম অভিনয় করেন মনোজ মিত্র। এরপরে ১৯৭৯ সালে সিনেমা জগতে প্রথম পা রাখেন তিনি। অভিনয়ের জন্য সংগীত নাটক একাডেমি পদকসহ নানা পুরস্কার পান তিনি।
এছাড়া কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যক্ষও ছিলেন মনোজ মিত্র।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে