Views Bangladesh

Views Bangladesh Logo

মাশরাফী বিন মোর্ত্তজার বিজয়গাথা

Syed Faruk  Hossain

সৈয়দ ফারুক হোসেন

সোমবার, ৮ জানুয়ারি ২০২৪

দেশের ক্রিকেটে মাশরাফী বিন মোর্ত্তজার অবদান অপরিসীম। তিনি যেভাবে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের কাছে নিয়ে গেছেন সেটি অতুলনীয়। বিশেষ করে তার অনুপ্রেরণাদায়ক নেতৃত্বের কারণে খেলার মাঠে অত্যন্ত জটিল পরিবেশে টাইগারদের খুব বেশি উজ্জীবিত হতে দেখা যায়। অনেক জয়ের পেছনে মাশরাফী বিন মোর্ত্তজার অনুপ্রেরণা মুখ্য ভূমিকা পালন করেছে। জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বড় ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা বিজয়ী হয়েছেন। তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।

মাশরাফী বিন মোর্ত্তজা জীবনযুদ্ধে হার না মানা একজন যোদ্ধা। তিনি বাংলাদেশের গর্ব এবং যুবকদের অনুপ্রেরণা। একজন মানুষ তখনই উদার হয়, যখন তার মধ্যে কোনো অহংকার কিংবা হিংসা কোনোটাই বিরাজ করে না। একজন প্রকৃত মানুষের যতটুকু গুণ থাকা দরকার, তার সবই রয়েছে। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে ও সেইসঙ্গে একজন আদর্শ দলনেতা হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে। তিনি দেশকে কতটা ভালোবাসেন সেটা সবসময়ই প্রমাণিত।

সংসদ সদস্য হওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার আয় প্রায় ৫৫ শতাংশ কমেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে। সাধারণত ক্ষমতায় থাকলে জনপ্রতিনিধিদের আয় বাড়লেও মাশরাফী বিন মোর্ত্তজার আয় কমেছে এবং স্থাবর সম্পদ যা ছিল, তাই আছে।

আমাদের দেশে প্রকৃত জনদরদী মানুষের বড়ই অভাব, যদি এমন একজনকে দেখতে চান, তাহলে একজন মাশরাফী বিন মোর্ত্তজাকে দেখে যান এবং তার কাছ থেকে শিখে যান। তিনি জনগণকে কখনো মিথ্যা আশ্বাস দেন না। প্রকৃতপক্ষে জনগণের জন্য যতটুকু করতে পারবেন, সেটাই বলেন এবং করেন। কখনো জনগণের সঙ্গে ছলচাতুরীতে বিশ্বাসী নন তিনি। তার মনোনয়নপত্রের রিটার্ন দেখে বুঝতে পারছেন তিনি কতটা সৎ।

মাশরাফীর বাড়িটি এখন ভক্তদের আড্ডাস্থল হয়ে গেছে, যেখানে কারোরই প্রবেশে বাধা নেই। বিশ্বকাপের পর থেকে সবকিছু তুলে রেখে সাংসদ মাশরাফী ছুটে বেড়িয়েছেন মানুষের জন্য। সেটা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়। ঢাকা থেকে নড়াইল। সংসদ ভবন থেকে নিজের এলাকা। নতুন এক চ্যালেঞ্জ তার জন্য। মাদকমুক্ত জেলা গড়তে হবে নড়াইলকে। আধুনিক শহরের প্রকৃত মডেল না বানালে চলবে না। চিকিৎসা ও প্রযুক্তি আর যোগাযোগ ব্যবস্থায় অনুপম নজিরের অঞ্চল গড়ে তোলেন নিজ জেলাকে।

নিজের ওপর বিশ্বাস থেকে অজানাকে চ্যালেঞ্জ করে বসা মাশরাফী বারবার হাঁটু ভেঙে পড়েছেন এবং প্রতিবার ভেতরে প্রবল হুঙ্কারে জেগে উঠে শেষে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বদরবারে দিয়েছেন নতুন এক পরিচয়। তার হাত ধরেই তো অবহেলার পাহাড় ডিঙিয়ে এই পাললিক বদ্বীপের ক্রিকেটারদের সত্যিকারের ‘টাইগার’ বা বাঘের খেতাব মেলা। মাশরাফী শুধু ব্যক্তি হিসেবে নয়, শুধু আদর্শ দলনেতার সর্বোচ্চ উদাহরণ। বাংলাদেশের উজ্জ্বল এ নক্ষত্র বহু মানুষের আদর্শ।

লেখক: রেজিস্ট্রার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ