Views Bangladesh

Views Bangladesh Logo

ফিফার বর্ষসেরা পুরস্কার পেলেন ভিনিসিয়ুস জুনিয়র

Sports Reporter

ক্রীড়া প্রতিবেদক

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন পূরণ না হলেও ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র জিতে নিয়েছেন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় এস্পায়ার একাডেমিতে এই পুরস্কার গ্রহণ করেন এই রিয়াল মাদ্রিদ তারকা। এবার ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন স্পেনের রদ্রি।

২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেন ২৪ বছর বয়সী ভিনিসিয়ুস। তিনি ২৪ গোল এবং ১১টি অ্যাসিস্ট করেন, যা রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।

ফিফার বর্ষসেরা পুরস্কারের ইতিহাসে ষষ্ঠ ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে এই পুরস্কারটি পেলেন ভিনিসিয়ুস। এর আগে এই পুরস্কার জিতেন রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনহো (দুবার) এবং কাকা। ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া তিনিই প্রথম ব্রাজিলিয়ান।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হয়। সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি এবং রদ্রির মতো তারকাদের পেছনে ফেলে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ভিনিসিয়ুস।

ব্যালন ডি’অর হাতছাড়া হলেও ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতে ভিনিসিয়ুস প্রমাণ করেছেন যে, বর্তমানে বিশ্ব ফুটবলে তিনি অন্যতম সেরা। এই অর্জন তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ