লু'র সফরকালে ভিসা নীতি ও র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন ঢাকা সফরে র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও ভিসানীতি তুলে নেয়ার বিষয়ে আলোচনা করা হবে।
সোমবার (১৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে তারা একসঙ্গে কাজ করবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন, আমাদের সম্পর্ককে এগিয়ে নেয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করব। সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের নানা ক্ষেত্রে সহযোগিতা আছে।
এরই অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ( ১৪ মে) বাংলাদেশ সফরে আসবেন ডোনাল্ড লু। সফরকালে জলবায়ু সংকট মোকাবিলাসহ ইউএস-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করতে তিনি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এ ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রত্যাবাসন প্রক্রিয়াকে বিলম্বিত করার অজুহাত হতে পারে না বলে ঢাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে চায়।
তিনি বলেন, এটা সত্য যে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি কিছুটা হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা সৃষ্টি করবে। কিন্তু সব সময় সেখানে সংঘাত লেগেই থাকে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব সময় মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি। আমরা চাই
অন্তত প্রত্যাবাসন প্রক্রিয়াটা শুরু হোক।
উগান্ডা সফরকালে এক বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে এ ব্যাপারে অনুরোধ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর বিষয়ে তিনি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে ইতিবাচক মনে করেছেন।
বর্তমানে বাংলাদেশে ১১ লাখের মতো রোহিঙ্গা রয়েছে। যার বেশিরভাগই বাংলাদেশে প্রবেশ করা শুরু করে ২০১৭ সালের ২৫ অগাস্টের পর। ওই সময়ে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন সাত লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে