Views Bangladesh Logo

বাণিজ্যমেলায় পার্কিংসহ নানা অনিয়মে বিপাকে ক্রেতা-দর্শনার্থীরা

স্বাস্থ্যকর পরিবেশে চড়া মূল্যে খাদ্যসামগ্রী বিক্রি, পুলিশ তদারকিতে পার্কিংয়ে অনিয়মসহ ঢিলেঢালা আইনশৃঙ্খলায় বিব্রতকর পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা। ১ জানুয়ারি থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ‘২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২৫)’।

২১তম দিনে এসে এখন জমজমাট বার্ষিক এই মেলা। বিশেষত শুক্র ও শনিবারসহ ছুটির দিনগুলোতে পরিবার নিয়ে একদণ্ড প্রশান্তি পেতে কিংবা আনন্দ ভাগাভাগিতে মেলায় ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ। তবে মেলায় এসে নানা অসংগতিতে সে আনন্দ অনেকটাই ফিকে হয়ে উঠছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই।

পুলিশ তদারকিতে পার্কিংয়ে অনিয়ম
সরেজমিন বাণিজ্য মেলায় গেলে পাঁচটি পার্কিং জোনের সবগুলোতেই নির্ধারিতের চেয়ে অতিরিক্ত পার্কিং চার্জ আদায়ের অভিযোগ তুলেছেন অনেক যান মালিক ও চালকরা। মিরপুর থেকে আসা নাহিদ হাসানের অভিযোগ, ‘পুলিশ এখনো জনবান্ধব হতে পারেনি। অতীতের মতোই নানা অনিয়মে জড়াচ্ছেন তারা।’ দর্শনার্থী মিজানুর রহমান বলেন, ‘পুলিশের চরিত্রের পরিবর্তন সম্ভব নয়।’

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার মোবাইল ফোনে বলেন, ‘কারও ইচ্ছে হলে রাখবে, না হলে চলে যাবে।’ ‘পুলিশ থাকলেও এমন অনিয়ম কেন?’- এমন প্রশ্নের জবাব না দিয়েই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

অস্বাস্থ্যকর পরিবেশে চড়া মূল্যে খাদ্যসামগ্রী বিক্রি
মেলার মাঠে অস্থায়ীভাবে স্থাপিত হোটেল-রেস্টুরেন্ট ও খাবারের দোকানগুলোতে অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগ করছেন ক্রেতা-দর্শনার্থীরা। দর্শনার্থী বাপ্পি আহমেদ বলেন, ‘ক্ষুধার্ত থাকায় এখানে খেতে বাধ্য হয়েছি; কিন্তু এখন নিজেকে চরমভাবে প্রতারিত মনে হচ্ছে।’ নাসির উদ্দিন বলেন, ‘খাবারের মানের চেয়ে মূল্য অনেক চড়া’। এ বিষয়ে জানতে চাইলে কোনো বক্তব্য দিতে চাননি সালাদ লাভার্স রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

ঢিলেঢালা আইনশৃঙ্খলা
মেলায় ঢুকে মোবাইল ফোন হারিয়ে গেছে মিরপুরের ব্যবসায়ী শয়ন বিশ্বাসের। অভিযোগ দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগ করেও ফিরে পাওয়া সম্ভব হবে না। তাই অভিযোগ দেয়াও নিরর্থক।’ টুকটাক চুরি-ছিনতাইয়ের কথা স্বীকার করে মেলায় দায়িত্বরত পুলিশের ইনচার্জ সাইফ উদ্দিন বলেন, ‘আমরা অপরাধীদের শনাক্ত করতে পারলেই আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ