Views Bangladesh

Views Bangladesh Logo

ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

শুরু হলো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ১৮তম লোকসভার নির্বাচনের প্রথম দফার ভোট।

স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।

খবরে বলা হয়, ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে সাড়ে ১০ লাখ ভোটকেন্দ্র হবে ভোটগ্রহণ। মোট ভোটার সংখ্যা ৯৭ কোটি, যার মধ্যে প্রথমবার ভোট দেবে ১ কোটি ৮৫ লাখ ভোটার। যা ২০১৯ সালের তুলনায় ৬ শতাংশ বেশি। এবারের লোকসভা নির্বাচনে ৪৩০ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। ইতিহাসে সর্বনিম্ন ৩০৩ আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস।

শুক্রবার প্রথম দফায় দেশটির ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া অরুণাচল প্রদেশের ৬০টি ও সিকিমের বিধানসভার ৩২টি আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট শুরু হবে আগামী ২৬ এপ্রিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ