সাত কেন্দ্রের ভোট বাতিল: ইসি
দ্বাদশ জাতীয় নির্বাচনে রোববার (৭ জানুয়ারি) বিকাল ৩টা পর্যন্ত সারাদেশে সাতটি ভোট কেন্দ্রের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, "সাতটি ভোটকেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। ভোট কারচুপি বা ভোট কারচুপিতে সহায়তার দায়ে ১৫ জনকে শাস্তি দেওয়া হয়েছে। যাদের শাস্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারও রয়েছেন।"
নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন নিহত হয়েছেন বলেও জানান ইসি সচিব। এ বিষয়ে তিনি আরও বলেন, " এই বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। তদন্ত প্রতিবেদনের বিস্তারিত বিষয় আমরা আপনাদের অবহিত করব।"
এদিকে দুজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা অসুস্থতার কারণে মারা গেছেন জানিয়ে তিনি বলেন, নিহত দুজনের মধ্যে একজন গতকাল রাতে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
একাধিক ভোট কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম আরও বলেন, "কিছু জায়গায় ভোট কেন্দ্রের কাছে ককটেল বিস্ফোরিত হয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য সংগ্রহ করছি।"
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে