Views Bangladesh

Views Bangladesh Logo

উপজেলা নির্বাচন: চলছে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২১ মে ২০২৪

ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন ভোটাররা।

নির্বাচন কর্মকর্তারা জানান, এসব উপজেলার ১৩ হাজারের বেশি কেন্দ্রে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

দুর্গম এলাকার ৬৯৭ কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে সোমবারই। বাকি ১২ হাজার ৩২৩ কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয় মঙ্গলবার সকালে ভোট শুরুর আগে।

নির্বাচন কমিশনের আশা, শান্তিপূর্ণ পরিবেশ ও অনুকূল আবহাওয়ায় ভোটাররা কেন্দ্রমুখী হলে ভোটের হার প্রথম ধাপের ৩৬.১ শতাংশের চেয়ে বাড়বে।

শান্তিপূর্ণ ভোট করতে প্রশাসন ও পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি। কোনো ধরনের অনিয়ম হলেই কেন্দ্রের ভোট বন্ধ করার নির্দেশনা রয়েছে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, দ্বিতীয় ধাপের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

গত ৮ মে ১৩৯ উপজেলায় প্রথম ধাপের ভোটে চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৩৬.১ শতাংশ। সিংহভাগ ক্ষেত্রে আওয়ামী লীগের স্থানীয় নেতারাই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ষষ্ঠ উপজেলা ভোটে দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে এবার। পরে মেয়াদোত্তীর্ণ হলে বাকিগুলোয় ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। ২৯ মে তৃতীয় ধাপে ও ৫ জুন চতুর্থ ধাপের ভোট হওয়ার কথা রয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ