Views Bangladesh

Views Bangladesh Logo

সব পর্যায়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন: হাসান আরিফ

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

জাতীয় থেকে স্থানীয় সরকার—সব পর্যায়ে নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে সংস্কার করা প্রয়োজন জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, এসব প্রতিষ্ঠানকে দলীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় গভর্নেন্স এডভোকেসি ফোরাম আয়োজিত ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ এফ হাসান আরিফ বলেন, আমরা গত ১৫ বছরে নির্বাচন দেখেছি, কিন্তু সেগুলো কি সত্যিই নির্বাচন ছিল? সংক্ষেপে, না। নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটা পুনর্গঠন করা আবশ্যক। এর দায়িত্ব কমিশনকে দেওয়া হয়েছে। বদিউল আলম মজুমদার কয়েক দশক ধরে জনগণের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বিচার বিভাগীয় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা নির্বাচিত সরকারের দায়িত্ব। তাদের কাছে দাবি জানানো উচিত। এসব দাবি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের কাছ থেকে একটি রোডম্যাপ নিতে হবে।

হাসান আরিফ বলেন, এদেশের মানুষ স্থানীয় সরকার সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সচেতন। জেলা পরিষদ অনেক পুরোনো কাঠামো, এটা সহজে বরখাস্ত করা যায় না। বিকেন্দ্রীকরণ করে ঢাকার বাইরে জেলা ও উপ-জেলা পর্যায়ে নিতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ