উপজেলা পরিষদ নির্বাচন
তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে তৃতীয় ধাপের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১ লাখ ৪০ হাজার ৮৬১ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর পাশাপাশি নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সারাদেশে ৩০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেন, কেউ যদি বেশি ভোট দেখায় আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে