Views Bangladesh Logo

সেতু ভবনে হামলা: কারাগারে ডাকসুর সাবেক ভিপি নুর

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর বনানীর সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৬ জুলাই) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ভিপি নুরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মদ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গম ১৮ জুলাই ২৫০/৩০০ জনের এক দল দুর্বৃত্ত সেতু ভবন প্রাঙ্গণে ঢুকে বহু যানবাহন ও মোটরসাইকেল ভাঙচুর করে এবং বিভিন্ন শেড ও কক্ষ ভাঙচুর করে ও পরে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিটিভির অনেক কর্মচারীকে আক্রমণ ও মারধর করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ