Views Bangladesh Logo

ওয়ালটন কম্পিউটার পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

Press Release

প্রেস রিলিজ

ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ কেনায় পণ্যভেদে নিশ্চিত সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় (ডিসকাউন্ট) দিচ্ছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিডেট। পাশাপাশি এক হাজার টাকা বা এর বেশি মূল্যের পণ্য কেনায় রয়েছে ফ্রি হোম ডেলিভারি সুবিধাও।

শনিবার (১১ জানুয়ারি) শুরু হওয়া এ অফার আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে।

নতুন বছরে ক্রেতাদের জন্য কম্পিউটার পণ্য কেনায় উপহার হিসেবে ‘২৫-এ ৫০% মেগা সেল অফার’ ক্যাম্পেইনের আওতায় এই সুবিধা দিচ্ছে ওয়ালটন। এর লক্ষ্য, ক্রেতারা যেন সামান্য কম দামে পরিবেশের জন্য ক্ষতিকর মানহীন রিফারবিশড পণ্য না কিনে সাশ্রয়ী দামে উচ্চমানের সঠিক পণ্যটি কিনতে পারেন।

ক্যাম্পেইনের আওতায় অন্য কম্পিউটার এক্সেসরিজ পণ্যগুলো হচ্ছে, বিভিন্ন মডেলের অ্যাকসেস কন্ট্রোল, ক্যাবল অ্যান্ড কনভার্টার, কার্টিজ, সিসিটিভি, কুলার, হাব, পাওয়ার সাপ্লাই ইউনিট, রাউটার, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, ওয়েইট স্কেল, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, পেন ড্রাইভ, হেডফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট, ইউপিএস ইত্যাদি।

দেশজুড়ে ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শো-রুম থেকে পণ্য কেনায় এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। ঘরে বসে অনলাইনে ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট https://waltondigitech.com/discount-offer. থেকেও অর্ডার করতে পারছেন সহজেই।

রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে ক্যাম্পেইন ডিক্লারেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

প্রধান অতিথি বলেন, ‘দেশের সাধারণ ক্রেতাসহ সবাই যেন সাশ্রয়ী দামে সঠিক ও পছন্দের আইটি পণ্যটি কিনতে পারেন, সেজন্যই আমাদের এই উদ্যোগ। ওয়ালটন সব সময়ই ক্রেতাদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রে এই বিশেষ ছাড় দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক। এর মাধ্যমে ক্রেতারা দেশে তৈরি সর্বাধুনিক মানের পণ্য কেনা ও ব্যবহারে আরও উদ্বুদ্ধ হবেন’।

তিনি বলেন, ‘প্রতিনিয়ত পণ্যের মান উন্নয়নে কাজ করছে ওয়ালটন। শতভাগ কোয়ালিটি নিশ্চিত করে আমরা বাজারে পণ্য দিচ্ছি। আমাদের প্রোডাক্ট লাইনে নিত্য নতুন পণ্য ও অত্যাধুনিক ফিচার যুক্ত করছেন ওয়ালটনের রিসার্চ এন্ড ইনোভেশন উইংয়ের প্রকৌশলীরা’।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মোহাম্মদ রায়হান বলেন, ‘নিজস্ব প্রোডাকশন লাইনে উৎপাদিত ওয়ালটনের আইটি পণ্য ওয়ালটন ব্র্যান্ডকে আরো শক্তিশালী করেছে। প্রযুক্তি যেমন দ্রুত এগিয়ে চলেছে, ওয়ালটনও তার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। ওয়ালটন হাই-টেক ইলেকট্রনিক্স সেক্টরকে আর ওয়ালটন ডিজি-টেক প্রযুক্তি পণ্য খাতে নেতৃত্ব দিচ্ছে। আমাদের প্রত্যাশা, প্রতিটি পণ্যে দেশে নাম্বার ওয়ান হবে ওয়ালটন’।

ওয়ালটন ডিজি-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) লিয়াকত আলী, ‘আইটি বাজার রিফারবিশড পণ্যে সয়লাব হয়ে গেছে। সামান্য কম দামে এসব পণ্য কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা, যা পরিবেশের জন্যেও ক্ষতিকর। ক্রেতারা যেন এসব মানহীন রিফারবিশড পণ্যে আকৃষ্ট না হন, তারা যেন সাশ্রয়ী দামে উচ্চমানের সঠিক পণ্যটি কিনতে পারেন, সেজন্যই আইটি পণ্যে এতো বিশাল সুবিধা দিচ্ছে ওয়ালটন’।

অনুষ্ঠানে আরও ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন এবং চিফ বিজনেস অফিসার (কম্পিউটার ও পিসিবিএ) তৌহিদুর রহমান রাদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ