Views Bangladesh Logo

কুমিল্লায় যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

কুমিল্লা থেকে যুদ্ধাপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আবু বক্কর সিদ্দিককে (৮০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৩ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা র‌্যাব-১১ এর উপ-পরিচালক মাহমুদুল হাসান।

কুমিল্লা র‌্যাব-১১ এর একটি দল উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

তিনি বলেন, রবিবার (১২ মে) রাতে র‌্যাব-১১ এর একটি দল জেলার দক্ষিণ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে।

মাহমুদুল হাসান আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি সাতক্ষীরার শ্যামনগর থানার উত্তর কদমতলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ