Views Bangladesh Logo

ভারী বৃষ্টিপাতে কেরালায় ভূমিধস, নিহত ১৫৬

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের কেরালা রাজ্যের ওয়ানাদে জেলায় পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫৬ জন নিহত ও ১৮০ জনেরও বেশি আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

সরকারি তথ্য অনুযায়ী, ওয়ানাদের মেপ্পাদি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ১০০ জনেরও বেশি লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। একাধিক সংস্থা এবং সেনাবাহিনী যতটা দ্রুত সম্ভব আটকা পড়া মানুষদের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, মঙ্গলবার কেরালায় ভারী বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিতে চার ঘণ্টার ব্যবধানে রাজ্যের ওয়ানাদে জেলায় তিন দফায় ভূমিধস হয়। ভূমিধসের ঘটনায় মুন্ডাক্কাই, চুরালমালা, আট্টামালা এবং নুলপুঝা গ্রামে ক্ষয়ক্ষতি হয়। এ সময় চালিয়ার নদীতে ভেসে যান এসব গ্রামের বহু মানুষ।

সাংবাদমাধ্যমটি বলছে, এ ঘটনায় ওয়ানাদে জেলায় ৪৫টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে, যেখানে ৩ হাজার ৬৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরে ছবির মতো সুন্দর এলাকা ও চা বাগানের জন্য পরিচিত জেলাটিতে উপড়ে পড়ে আছে গাছপালা। বিভিন্ন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে কেরালার মুখ্যমন্ত্রীর প্রেস সেক্রেটারি পি এম মনোজ বলেন, ১৮৭ জন নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত ৭৭টি মরদেহ শনাক্ত করা হয়েছে এবং এদের মধ্যে অনেকের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ